Home About Us History of District Judiciary
মাদারীপুর মধ্য বাংলাদেশের একটি জেলা যা ঢাকা বিভাগে অবস্থিত। এটি উত্তরে ফরিদপুর ও মুন্সীগঞ্জ জেলা, দক্ষিণে বরিশাল ও গোপালগঞ্জ জেলা, পূর্বে শরীয়তপুর জেলা এবং পশ্চিমে ফরিদপুর জেলা দ্বারা বেষ্টিত। জেলার মোট আয়তন ১,১৪৫ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ১.৪ মিলিয়নেরও বেশি। মাদারীপুর প্রধানত মুসলিম অধ্যুষিত একটি জনসংখ্যার বেশিরভাগ গ্রামীণ জেলা। মানুষের প্রধান পেশা কৃষি, মাছ ধরা এবং ছোট ব্যবসা। মাদারীপুর জেলার নামকরণ করা হয় সুফি সাধক সৈয়দ বদিউদ্দিন আহমেদ জিন্দা শাহ মাদার (মৃত্যু ১৪৩৪ খ্রি.) এর নামানুসারে। জেলা ১৮৫৪ সালে বাকেরগঞ্জ জেলার একটি মহকুমা হিসাবে প্রতিষ্ঠিত হয়। ১৮৭৩ সালে এটি বাকেরগঞ্জ থেকে বিচ্ছিন্ন হয় এবং ফরিদপুর জেলার সাথে সংযুক্ত করা হয়। ১৯৮৪ সালে মাদারীপুর জেলায় উন্নীত হয়। মাদারীপুর জেলায় মোট ৫টি থানা/উপজেলা নিয়ে গঠিত। যেগুলো হলো: ১.মাদারীপুর সদর উপজেলা, ২. শিবচর উপজেলা, ৩.কালকিনি উপজেলা, ৪.রাজৈর উপজেলা ও ৫। ডাসার উপজেলা। মাদারীপুর জেলা অনেক কিছুর জন্য বিখ্যাত, যার মধ্যে রয়েছে। খেজুরের গুড় ও খেজুরের গুড় দ্বারা তৈরী বিভিন্ন মিষ্টি।
মাদারীপুর বিচার বিভাগের ইতিহাস প্রশাসনিক কাঠামোর সাথে সম্পৃক্ত। মহাকুমা বৃটিশ এবং পাকিস্তান আমলের পূর্বে বৃহত্তম ফরিদপুরের অধিনে মাদারীপুর শুধু মুনসেফ আদালত হিসাবে বিদ্যমান ছিল। পরবর্তীতে ১৯৮৪ সালে মাদারীপুর জেলার জেলা জজ আদালতের কার্যক্রম চলমান আছে। পরবর্তীতে ঐতিহাসিক পহেলা নভেম্বর ২০০৭ সালে বিচারবিভাগ পৃথকীকরণ হলে মাদারীপুর চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিষ্ঠিত হয়। বর্তমানে মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতে জেলা ও দায়রা জজ হিসাবে জনাব মোঃ ইসমাইল হোসেন এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসাবে জনাব মামুনুর রশিদ কর্মরত আছেন।
বর্তমানে মাদারীপুর জেলায় একটি জেলা ও দায়রা জজ আদালত, একটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, দুটি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত, দুটি যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত, চারটি উপজেলায় চারটি সহকারী জজ ও সিনিয়র সহকারী জজ আদালত, একটি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল অবস্থিত। এছাড়া, ম্যাজিস্ট্রেসীর পরিচালনার জন্য একটি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রয়োজনীয় সংখ্যক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে।
এছাড়া, মাদারীপুর জেলায় একটি লিগ্যাল এইড অফিস রয়েছে। এখানে দরিদ্র মানুষকে বিনা খরচে আইনী সেবা প্রদান, বিরোধ নিষ্পত্তিসহ আইনী পরামর্শ প্রদান করা হয়ে থাকে। অধিকন্ত মাদারীপুর জেলা জজ আদালতে একটি মার্তৃ দুগ্ধ কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে এবং সম্প্রতি ন্যায়কুঞ্জু একটি সাক্ষীদের বিশ্রামাগার তৈরী করা হয়েছে।
আইন ও মানবাধিকার সংরক্ষণে বিচার বিভাগ, মাদারীপুরের ভূমিকা উল্লেখযোগ্য। চাঞ্চল্যকর অনেক হত্যা মামলা, পারিবারিক ও দেওয়ানী অনেক গুরুত্বপূর্ণ মামলা নিস্পত্তি করে মাদারীপুর জেলা জজ আদালত বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে উদাহরণ সৃষ্টি করে আছে এবং ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার লক্ষ্যে মাদারীপুর বিজ্ঞ বিচারকগণ নিরলসভাবে কাজ করছেন।