জেলা ও দায়রা জজ

জনাব নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর
সিনিয়র জেলা ও দায়রা জজ
জনাব নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর, সিনিয়র জেলা ও দায়রা জজ হিসেবে বিগত 10/09/2024 সালে অত্র জেলায় যোগদান করেন। তিনি আঠারো তম বিসিএস (বিচার) ব্যাচের একজন সদস্য। তার সার্ভিস আইডি নম্বর: 1998118105. শিক্ষা জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে এল.এল-বি (সম্মান), এল.এল-এম ডিগ্রি অর্জন করেন। তার নিজ জেলা ঠাকুরগাও। কর্ম জীবনে তিনি দেশে ও দেশের বাইরে একাধিক প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি সৌদী আরব, ভূটান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া দেশ সমূহ ভ্রমন করেছেন।